কোস্টগার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক

সর্বমোট পঠিত : 19 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফের শাহ পরীর দ্বীপ এলাকা থেকে ৮০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড। ২৩ এপ্রিল মঙ্গলবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল ২৩ এপ্রিল মঙ্গলবার আনুমানিক ১২টা ৪৫মিনিটে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করতঃ অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে, উক্ত ইয়াবা ও ইজিবাইকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি