কোস্টগার্ডের অভিযানে ৬৬০০ লিটার সয়াবিন ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ

সর্বমোট পঠিত : 63 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইজ ভোলার  টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার সুইচ ঘাট ও কামাল ডকের মাছঘাট সংলগ্ন এলাকায় দুটি ট্রলারে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।


কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইজ ভোলার  টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার সুইচ ঘাট ও কামাল ডকের মাছঘাট সংলগ্ন এলাকায় দুটি ট্রলারে অভিযান পরিচালনা করে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইজ ভোলার টহলদল ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার সুইচঘাট ও কামাল ডকের মাছঘাট এলাকায় দুটি ট্রলারে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল ও ৭৩২ লিটার চোরাই ডিজেল জব্দ করে।

অভিযান চলাকালীন সময় তেল পাচারকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সয়াবিন ও ডিজেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড দক্ষিণ  জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি