মেসির জন্য বার্সা প্রেসিডেন্টের 'মায়াকান্না'

সর্বমোট পঠিত : 89 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রাজনীতিটা ভালোই বোঝেন হুয়ান লাপোর্তে। বুঝবেন না কেন, এই অঙ্গনের পাকা মানুষ তিনি। ছিলেন কাতালুনিয়ার পার্লামেন্টের সদস্যও। এবার যখন বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান। তখন লিওনেল মেসিকেই বানান তুরুপের তাস। আগের প্রেসিডেন্টের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে ফেলার অঙ্গীকারের পাশাপাশি আর্জেন্টাইন তারকাকে রাখার কথাও ভোটারদের দ্বারে দ্বারে বলেছিলেন। শেষ পর্যন্ত তাঁর চালটা ভালোই কাজে আসে। নির্বাচনে জিতে তিনি যেন মেসিকে চেনেনই না। ধারদেনা দেখিয়ে লা লিগার আর্থিক অসংগতির নিয়ম বাতলে শেষমেশ ঘরছাড়া করেন মেসিকে।


রাজনীতিটা ভালোই বোঝেন হুয়ান লাপোর্তে। বুঝবেন না কেন, এই অঙ্গনের পাকা মানুষ তিনি। ছিলেন কাতালুনিয়ার পার্লামেন্টের সদস্যও। এবার যখন বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান। তখন লিওনেল মেসিকেই বানান তুরুপের তাস। আগের প্রেসিডেন্টের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে ফেলার অঙ্গীকারের পাশাপাশি আর্জেন্টাইন তারকাকে রাখার কথাও ভোটারদের দ্বারে দ্বারে বলেছিলেন। শেষ পর্যন্ত তাঁর চালটা ভালোই কাজে আসে। নির্বাচনে জিতে তিনি যেন মেসিকে চেনেনই না। ধারদেনা দেখিয়ে লা লিগার আর্থিক অসংগতির নিয়ম বাতলে শেষমেশ ঘরছাড়া করেন মেসিকে।

অথচ সেই বার্সা এখন একের পর এক ফুটবলার কিনছে। তাও অন্যদের সঙ্গে ফাইট করে। বুঝতেই পারছেন লাপোর্তের খেলাটা। এবার আবার মেসি চ্যাপ্টার নতুন করে খেলার অপেক্ষা। গত কয়েক দিন ধরেই স্প্যানিশ মাধ্যমগুলো সরব। নিয়মিত কথা বলছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ, এমনকি প্রেসিডেন্ট লাপোর্তেও।

ক'দিন আগে কাতালান সংবাদমাধ্যমগুলো ফলাও করে ছাপায়- মেসিকে এ বছরের পরই ফেরাতে চায় বার্সা। এ জন্য জাভিও নাকি চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্টকে বুঝিয়ে রাজি করিয়েছেন। তার একদিন পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাভি বলেন, মেসিকে এখন ফেরানো কঠিন। তার আগে তো লাপোর্তে বলেছিলেন, মেসির অধ্যায় এখনও শেষ হয়নি। তারা চায় মেসি বার্সা থেকে ক্যারিয়ারের ইতি টানুক।

এবার আরেক দফা মেসিকে নিয়ে কথা বললেন লাপোর্তে। জানালেন নৈতিকভাবে মেসির কাছে তাঁরা ঋণী। তার সময়ে মেসি চলে গেল পিএসজিতে। আর্থিক যোগ বিয়োগ মেলাতে গিয়েই নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে রাখতে পারেননি ক্যাম্প ন্যুর উঠোনে। সেসব মনে হলে লাপোর্তের মনটাই খারাপ হয়ে যায়।

মেসির গলায় প্রশংসার মালা পরিয়ে এই প্রেসিডেন্ট বলেন, 'মেসির চলে যাওয়া, মনে হয় আমিও এর জন্য দায়ী। তবে তার গল্পটা এখনও শেষ হয়নি। আর্থিক কারণে আমাদের ওই পথটা বেছে নিতে হয়েছিল। আসলে আমরা তাঁর কাছে নৈতিকভাবে ঋণী। সেদিক বিবেচনায় আমরা চাই সে বার্সার জার্সিতে অবসরটা নেবে।'

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি