রিয়াদ বিশ্রামে, অধিনায়ক সোহান

সর্বমোট পঠিত : 112 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গুঞ্জনই সত্যি হলো। আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


গুঞ্জনই সত্যি হলো। আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আজ (২২ জুলাই) গুলশানের সিক্স সিজন হোটেলে গণমাধ্যমের সামনে জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণা করে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বাকিরা।

এই সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

সেখানেই রিয়াদকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচক। তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কথা বলেননি নির্বাচকরা। গণমাধ্যমে এই তথ্য দেওয়ার আগে হোটেলে টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। এরপরই এমন সিদ্ধান্ত জানালেন তারা।

এদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন পারভেজ হোসেন ইমন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি