মোস্তাফিজের জ্বলে ওঠার ম্যাচে বেঙ্গালুরুকে রুখে দিলো চেন্নাই

সর্বমোট পঠিত : 48 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আইপিএল-২০২৪ আসরের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজ দেখিয়েছিল নিজের কারিশমা। চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। বল হাতে মোস্তাফিজ নিয়েছেন ৪টি উইকেট।


আইপিএল-২০২৪ আসরের একমাত্র বাংলাদেশি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজ দেখিয়েছিল নিজের কারিশমা। চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। বল হাতে মোস্তাফিজ নিয়েছেন ৪টি উইকেট।

৪ ওভার শেষে দিয়েছেন ৩০ রান।

শুক্রবার (২২ মার্চ) চিপক স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ তুলেছে বেঙ্গালুরু।

এর আগে দলীয় চতুর্থ ওভারে বল করতে এসে ফাফ ডু প্লেসিসের উইকেট নিয়ে এবারের আইপিএল-২০২৪ আসরের প্রথম উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এর ঠিক পরের বলেই রজত পতিদারকে ঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। ভিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে বেঙ্গালুরুকে বেশ বিপদেই ফেলেন টাইগার পেসার। ক্যামেরন গ্রিনকে বোল্ড আউট করে নিজের স্পেলের ২ ওভারেই ৪ উইকেট তুলে নেন মোস্তাফিজ।

আরও দুই ওভার বল করলেও আর উইকেটের দেখা পাননি মোস্তাফিজ। একটুর জন্য নিজের ৫ উইকেট মিস করলেন 'ফিজ'।

শেষমেশ অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিকের ব্যাটিং দৃঢ়তায় ১৭৩ রানের লক্ষ্যে পৌঁছায় বেঙ্গালুরু। বল হাতে আইপিএলে এর আগে কখনো একসাথে ৪ উইকেট পাননি মোস্তাফিজুর রহমান। আইপিএলে প্রথমবারের মতো মহেন্দ্র সিং ধোনির দলে খেলছেন মোস্তাফিজুর রহমান। রান তাড়া করতে করতে নেমে তেমন একটা বেগ পেতে হয়নি চেন্নাইকে।

বেশ ভালোভাবেই ওপেনিং সামলে নেন কিউই ব্যাটার রাচিন বরীন্দ্র। ১৫ বলে ৩৭ রান করে আউট হন তিনি। এরপর অজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল রানের গতিকে সচল রাখেন। রাহানে ২৭ এবং মিচেল ২২ রানে আউট হওয়ার পর বাকি কাজটা সারেন শিভাম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে ২৮ বলে ৩৪ এবং জাদেজা ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। বেঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নেন ক্যামেরন গ্রিন।
ম্যাচসেরা হন মোস্তাফিজুর রহমান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি