আইসিসির বর্ষসেরার তালিকায় বাংলাদেশের নাহিদা আক্তার

সর্বমোট পঠিত : 76 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ বের করা হয়েছে। সেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী দলের দুর্দান্ত বাঁহাতি স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকে বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ বের করা হয়েছে। সেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী দলের দুর্দান্ত বাঁহাতি স্পিনার।

নাহিদা ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অসাধারণ নৈপুণ্য দেখান তিনি।

এছাড়াও ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন নাহিদা। ১৫ গড়ে ৬ উইকেট শিকার করেন তিনি।

বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচ ক্রিকেটার সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে।

এবারের বর্ষসেরা একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি