মেসির জোড়া গোলে পিএসজির বড় জয়

সর্বমোট পঠিত : 85 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অবশেষে গোলপোস্টের সঙ্গে সখ্যতা ভেঙে জালের দেখা পেলেন লিওনেল মেসি। তার জোড়া গোল, কিলিয়ান এমবাপ্পে ও ডি মারিয়ার গোলে ৪-০ গোলের বড় ব্যবধানে মপেলিয়েরকে হারিয়েছে পিএসজি। এ নিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল প্যারিসের দলটি।

অবশেষে গোলপোস্টের সঙ্গে সখ্যতা ভেঙে জালের দেখা পেলেন লিওনেল মেসি। তার জোড়া গোল, কিলিয়ান এমবাপ্পে ও ডি মারিয়ার গোলে ৪-০ গোলের বড় ব্যবধানে মপেলিয়েরকে হারিয়েছে পিএসজি। এ নিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল প্যারিসের দলটি।

পিএসজি প্রথম গোলের দেখা পায় ম্যাচের ষষ্ট মিনিটে। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির গোলে এগিয়ে যায় তারা। এমবাপ্পের অ্যাসিস্টে দূরের কর্নার দিয়ে বামপায়ের জোরালো শটে প্রথম গোলটি করেন তিনি। ২০তম মিনিটে ২-০ গোলে ব্যবধান বাড়ান মেসি। বাঁ দিক থেকে এমবাপের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। লিগ ওয়ানে ২৫ ম্যাচে মেসির গোল হলো ৬টি। প্রথমবার এক ম্যাচে করলেন দুটি।

পাঁচ মিনিট পরই স্কোরলাইন ৩-০ করে ফেলেন আরেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। খেলার ৬০তম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।

৩৭ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৮৩। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট করে নিয়ে মোনাকো দুইয়ে ও মার্সেই তিনে আছে। ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি