বিশাল জয়ে লিগ শিরোপার উৎসব রিয়ালের

সর্বমোট পঠিত : 108 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

লা লিগা শিরোপার লড়াইয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পথের কাঁটা কেউ হতে পারিনি। লস ব্লাঙ্কোসদের শিরোপা উৎসব সময়ের ব্যাপার হয়ে উঠেছিল। শনিবার স্পানিওলের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে ওই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।

লা লিগা শিরোপার লড়াইয়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পথের কাঁটা কেউ হতে পারিনি। লস ব্লাঙ্কোসদের শিরোপা উৎসব সময়ের ব্যাপার হয়ে উঠেছিল। শনিবার স্পানিওলের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে ওই শিরোপা নিশ্চিত করেছে রিয়াল।

চার ম্যাচ হাতে রেখে কার্লো আনচেলত্তির দল জিতেছে এই শিরোপা। তাদের পয়েন্ট ৮১। রিয়ালের সমান ৩৪ ম্যাচ খেলে টেবিলে দুইয়ে আছে সেভিয়া। তাদের পয়েন্ট ৬৪। লিগে এখন রিয়াল সব ম্যাচ হারলেও সেভিয়া তাদের ধরতে পারবে না।  তিনে থাকা বার্সার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৩। তাদেরও থাকল না সুযোগ।

সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে রেখে শুরু করেছিলেন রিয়াল কোচ। কিন্তু তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েস তাদের অভাব বুঝতে দেননি। ম্যাচের ৩৩ মিনিটে দলকে প্রথম এবং ৪৩ মিনিটে এনে দেন দ্বিতীয় লিড।

এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন মার্কো অ্যাসেনসিও। তিনি দলকে ৫৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে নেন। বদলি নেমে ৮০ মিনিটে শেষ গোলটি করেন করিম বেনজেমা। তাকে গোলে সহায়তা দেন ভিনিসিয়াস।

এই নিয়ে লা লিগায় ৩৫তম শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে কিছুই জিততে পারেনি ব্লাঙ্কোসরা। এবার ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিগ নিশ্চিত করায় নির্ভার থাকবে ব্লাঙ্কোসরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি