সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
সর্বমোট পঠিত : 149 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রসঙ্গত, কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টে শুধুমাত্র সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সর্বমোট নয়টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, সামসুল হক ফাউন্ডেশন ক্রিকেট ক্লাব, যুগান্তর ক্রিকেট ক্লাব, পিজিয়ন স্পোটিং ক্লাব, ক্যাম্প ১১ ষ্টার, রয়েল ড্রাগন ক্রিকেট ক্লাব, জেনারেল ক্রিকেট ক্লাব, ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাব, ড্রাগন ক্রিকেট ক্লাব ও ফ্রেন্ডস্ ইলেভেন ক্রিকেট ক্লাব।

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধি  :
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীনের আয়োজনে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। আজ রবিবার বিকেলে শহরের বাঁশবাড়ীস্থ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন এবং উদ্বোধক পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবি প্রথমে জাতীয় পতাকা ও পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন। কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরে বাংলা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. রফিকুল ইসলাম, শামসুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ এম এ মবিন সরকার, ডা. মো. রায়হান তারেক, পৌর আওয়ামীলীগ নেতা মো. মজিবর রহমান, রোটারিয়ান জামিল আশরাফ মিন্টু।

উদ্বোধনী দিনে ফ্রেন্ডস ইলেভেন ক্লাব ও ড্রাগন ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। ১২ ওভারের খেলায় ফ্রেন্ডস্ ইলেভেন ক্রিকেট ক্লাব ১০৪ রান সংগ্রহ করে। জবাবে ড্রাগন ক্রিকেট ক্লাব ৮ উইকেটের বিনিময়ে তাদের জয়ের লক্ষে পৌঁছে যায়। ড্রাগন ক্রিকেট ক্লাবের  মো. খালেক ৬২ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

কাল সোমবার টূর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় ক্যাম্প ১১ স্টার ক্লাবের মুখোমুখি হবে রয়েল ড্রাগন ক্রিকেট ক্লাব।

প্রসঙ্গত, কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টে শুধুমাত্র সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সর্বমোট নয়টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।  
দলগুলো হচ্ছে, সামসুল হক ফাউন্ডেশন ক্রিকেট ক্লাব, যুগান্তর ক্রিকেট ক্লাব, পিজিয়ন স্পোটিং ক্লাব, ক্যাম্প ১১ ষ্টার, রয়েল ড্রাগন ক্রিকেট ক্লাব, জেনারেল ক্রিকেট ক্লাব, ইয়াং থান্ডার ক্রিকেট ক্লাব, ড্রাগন ক্রিকেট ক্লাব ও ফ্রেন্ডস্ ইলেভেন ক্রিকেট ক্লাব।   
                                                                                   

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি