নিউজিল্যান্ডের বিপক্ষে লিড পেল বাংলাদেশ

সংগৃহীত ছবি
সর্বমোট পঠিত : 164 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪১ রান। দলপতি মুমিনুল হক ৭৯ ও লিটন দাস ৬৭ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১৩৮ রানের জুটি গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চেয়ে ১৩ রানে এগিয়ে গেছে বাংলাদেশ , হাতে আছে আর ৬টি উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে টাইগাররা লিড পেয়েছে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪১ রান। দলপতি মুমিনুল হক ৭৯ ও লিটন দাস ৬৭ রানে ব্যাট করছেন। দুজনে এরই মধ্যে ১৩৮ রানের জুটি গড়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের চেয়ে ১৩ রানে এগিয়ে গেছে বাংলাদেশ , হাতে আছে আর ৬টি উইকেট।

এ পর্যন্ত ছয় জন ব্যাটার ব্যাট হাতে নেমেছেন। তাদের মধ্যে চার জনই ফিফটি করেছেন। মাহমুদুল হাসান জয় ৭৮ ও  নাজমুল হোসেন শান্ত ৭৮ রান করে সাজঘরে ফিরেছেন। কিউইদের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন পেসার নিল ওয়াগনার। ট্রেন্ট বোল্টের শিকার একটি উইকেট।

এর আগে, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়। ১২২ রান করেন ডেভন কনওয়ে, ৫২ রান করেন উইল ইয়ং। ৭৫ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। ‍শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে ও মুমিনুল হক ২টি উইকেট নেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি