নাহিদার কীর্তিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
সর্বমোট পঠিত : 297 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

টস জিতে শুরুতে ব্যাটিং করে জিম্বাবুয়ে। দলীয় ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ২৭.২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় তারা। স্বাগতিকদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ৫ উইকেট নেওয়া নাহিদা। আর দুটি করে শিকার রুমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানার দল। এই ম্যাচে ওয়ানডেতে ২য় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েছেন নাহিদা আক্তার।

টস জিতে শুরুতে ব্যাটিং করে জিম্বাবুয়ে। দলীয় ২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ২৭.২ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় তারা। স্বাগতিকদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ৫ উইকেট নেওয়া নাহিদা। আর দুটি করে শিকার রুমানা আহমেদ ও ফারিহা তৃষ্ণা।

লক্ষ্য তাড়া করতে নেমে মুরশিদা খাতুন ও নুজহাত তাসনিয়া উদ্বোধনি জুটিতে তোলেন ৩২ রান। ১০ রান করে তাসনিয়া ফিরলে পরে নিগার সুলতানাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৩২ রান যোগ করেন মুরশিদা। দলীয় ৬৪ রানে ফিরে যান অধিনায়ক নিগার। আর জয় থেকে দুই রান দূরে থাকতে ফিরে যান সুবহানা মুসতারি (১)। তবে মুরশিদা শেষপর্যন্ত ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি