শেরপুর জেলা ফুটবল লীগে সবুজসেনাকে ২-০ গোলে হারালো চলন্তিকা

শেরপুর জেলা ফুটবল লীগে সবুজসেনাকে ২-০ গোলে হারালো চলন্তিকা
সর্বমোট পঠিত : 135 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

একপর্যায়ে খেলার ৮৩ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চলন্তিকাকে ২-০ গোলে এগিয়ে দেন রাইট উইঙ্গার হাবিজুর রহমান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে চলন্তিকা ক্রীড়া সংঘ।

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগে ২০ অক্টোবর বুধবারের খেলায় সবুজসেনা’কে ২-০ গোলে হারিয়েছে চলন্তিকা ক্রীড়া সংঘ। বৃষ্টির বাগড়ায় কর্দমাক্ত শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে দু’দলের স্বাভাবিক খেলায় ছন্দপতন ঘটলেও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি জমে ওঠে।

কিন্তু উভয় দলের খেলোয়াড়রা সহজ সুযোগগুলো নষ্ট করায় প্রথমার্ধ গোলশুন্যভাবেই শেষ হয়। বিরতির পর সবুজসেনা পাওয়ার খেলায় মেতে ওঠে। এতে তাদের ৫ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। খেলার ৬৩ মিনিটে চলন্তিকার ফরোয়ার্ড রোহান মিয়া রায়হানের জোড়ালে শট সবুজসেনার গোলরক্ষক মাজহারুল সাগর প্রথম দফায় ফেরালেও হাত ফসকে বেড়িয়ে যাওয়ায় দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান রোহান মিয়া রায়হান। গোল খেয়ে আক্রমণে ওঠে আসে সবুজসেনার খেলোয়াড়রা।

একপর্যায়ে খেলার ৮৩ মিনিটে একটি কাউন্টার অ্যাটাক থেকে গোল করে চলন্তিকাকে ২-০ গোলে এগিয়ে দেন রাইট উইঙ্গার হাবিজুর রহমান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে চলন্তিকা ক্রীড়া সংঘ।

ডিএফএ কর্মকর্তারা জানান, গত ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেরপুর জেলা ফুটবল লীগের খেলা। এবারের জেলা ফুটবল লীগে ১৬টি ক্লাব/সংস্থার দল ৪টি গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি