কোস্টগার্ডের অভিযানে ৫৪টি কচ্ছপসহ দুই চোরা শিকারি আটক

৫৪টি কচ্ছপসহ দুই চোরা শিকারি আটক
সর্বমোট পঠিত : 102 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি বলেন, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি সিকিউরিটি স্টেশন আন্দারমানিক ও বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন খেপুপাড়া লঞ্চ ঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি (উকিল পট্টি) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন উক্ত এলাকা থেকে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপসহ তোতা আকন(৪৮) ও তার ছেলে মোঃ রুবেল(২৬) কে আটক করা হয়।

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার খেপুপাড়া লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপসহ দুই  চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।


বুধবার ৬ অক্টোবর দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি সিকিউরিটি স্টেশন আন্দারমানিক ও বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন খেপুপাড়া লঞ্চ ঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি (উকিল পট্টি) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন উক্ত এলাকা থেকে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপসহ তোতা আকন(৪৮) ও তার ছেলে মোঃ রুবেল(২৬) কে আটক করা হয়।

আটককৃত কচ্ছপ ব্যবসায়ীরা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। পরবর্তীতে, কচ্ছপসহ ব্যবসায়ীদের বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি