মোংলা পৌরসভায় জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে মতবিনিময় সভা

জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে মতবিনিময় সভা
সর্বমোট পঠিত : 167 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ এটি বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আতঙ্ক তৈরি করছে। সম্প্রতি কয়েকটি উগ্রবাদী তৎপরতার মধ্য দিয়ে জঙ্গিবাদী গোষ্ঠী অান্মপ্রকাশ করছে। এসময় সকলকে যার যার এলাকায় শান্তিপূর্ণঅবস্থান বজায় রাখার জন্য আহ্বান জানান।

জঙ্গিবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে মোংলা পোর্ট পৌরসভা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসভার অডিটোরিয়ামে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের  উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রেভ প্রকল্পের কো অর্ডিনেটর নাজমুল হুদা মিনা, পিযুষ কান্তি মজুমদার, পৌর কাউন্সিলর জি এম আলামিন, জাহানারা হোসেন চাঁনু, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  কাউন্সিলর কবির হোসেন, এইচ এম শরিফুল ইসলাম, শফিকুর রহমান খাঁন, শরিফুল ইসলাম শরিফ, হুমায়ুন হামিদ নাসির, মজনু গাজি, জোহরা বেগম, শিউলী আকন, পৌরসভার সচিব অমল কৃষ্ণ রায়, ফাহিম হাসান অন্তর, রনি শেখ, জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইমাম পরিষদের প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা তাদের  এলাকার পরিস্থিতি তুলে ধরেন। আইন-শৃঙ্খলার পরিস্থিতির বিষয়ে আলোচনায় অনেকেই  মাদক বেচাকেনা, চুরির ঘটনা ঘটছে বলে জানান।

বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ এটি বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আতঙ্ক তৈরি করছে।  সম্প্রতি কয়েকটি উগ্রবাদী তৎপরতার মধ্য দিয়ে জঙ্গিবাদী গোষ্ঠী অান্মপ্রকাশ করছে। এসময় সকলকে যার যার এলাকায় শান্তিপূর্ণঅবস্থান বজায় রাখার জন্য আহ্বান জানান।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি