মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য জানান, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে রক্তের অভাবে যেনো কারও প্রাণ না যায় সেই লক্ষ্যে মানবকল্যাণ ফাউন্ডেশনের সবাই নিরলস কাজ করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টলে তিনদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তাদের অন্যতম উদ্দেশ্য হলো দেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত করা এবং রক্তদানে আগ্রহীদের ডেটাবেজ তৈরি করা। তিনি আরো জানান, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
নকলায় বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ফাউন্ডেশন’র ফ্রি ব্লাড গ্রুপিং
শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উপলক্ষে ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূলে রক্তের প্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ‘যদি করি রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ’; ‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে’; ‘সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’ এসব আহবান মূলক শ্লোগানকে ধারন করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মুক্তমঞ্চ মাঠে বিজয় মেলার একটি স্টলে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য, সভাপতি আবদুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক আরফিকার হোসেন, সহ-সভাপতি রনি ফরাজি, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফ, কল্যাণ বিষয়ক সম্পাদক উমর ফারুক, সিনিয়র সদস্য গোলাম রাব্বানী, সদস্য রাজিব মন্ডল, লাভিন ও সানিসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা যুবশক্তির আহবায়ক এস.এম মাসুম, সাংবাদিক রাফছান আহমেদ মেহেদীসহ স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইম ইসলাম তূর্য জানান, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে রক্তের অভাবে যেনো কারও প্রাণ না যায় সেই লক্ষ্যে মানবকল্যাণ ফাউন্ডেশনের সবাই নিরলস কাজ করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার স্টলে তিনদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তাদের অন্যতম উদ্দেশ্য হলো দেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত করা এবং রক্তদানে আগ্রহীদের ডেটাবেজ তৈরি করা। তিনি আরো জানান, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
উল্লেখ্য, বিনামূলে রক্তের প্রুপিং ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা চলবে।
মন্তব্য