নেত্রকোনার আটপাড়া উপজেলার হানাদার মুক্ত দিবস পালিত

সর্বমোট পঠিত : 33 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

১৯৭১সালের এইদিনে পাক-হানাদার বাহিনীর কবল থেকে পুরো আটপাড়া অঞ্চল সম্পূর্ণভাবে মুক্ত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ নানা কর্মসূচিতে অংশ নেন। এরই অংশ হিসাবে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

​​​​​​​শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনসহ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৮ডিসেম্বর আটপাড়া হানাদার মুক্ত দিবস ২০২৫। 

১৯৭১সালের এইদিনে পাক-হানাদার বাহিনীর কবল থেকে পুরো আটপাড়া অঞ্চল সম্পূর্ণভাবে মুক্ত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ নানা কর্মসূচিতে অংশ নেন। এরই অংশ হিসাবে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ শাহনূর রহমান,সহকারি কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি,বীর মুক্তিযোদ্ধাগণ,জেলা–উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা,আটপাড়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার চক্রবর্তী-ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–রাজনৈতিক নেতা,সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান বলেন,৮ডিসেম্বর আমাদের গৌরবের দিন। এই দিনে আটপাড়াবাসী নতুন সূর্যোদয় দেখেছিল। মুক্তিযোদ্ধাদের সাহস,বীরত্ব আর আত্মত্যাগের মাধ্যমে এ অঞ্চল হানাদারমুক্ত হয়। তাদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি