আন্তর্জাতিক মানদণ্ডে শেখ হাসিনার ন্যায্য বিচার হবে, আশা ফখরুলের 

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ন্যায্য বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

মির্জা ফখরুল লিখেছেন, ‘ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে!’

এদিকে শেখ হাসিনার রায়ের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যায়লয়ে হবে এ সংবাদ সম্মেলন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি