এ বিষয়ে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছিলেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে ঢাকা–১৮ আসন থেকে প্রার্থী করতে পারে বিএনপি।
মীর স্নিগ্ধকে এমপি প্রার্থী করার বিষয়ে যা বলছে বিএনপি
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেও তাকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি। দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বুধবার এ তথ্য জানান।
আমিনুল হক জানান, স্নিগ্ধ বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে বিএনপিতে সদস্য পদ দিয়েছেন। এর বাইরে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য ফরম জমা দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এ বিষয়ে দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছিলেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে ঢাকা–১৮ আসন থেকে প্রার্থী করতে পারে বিএনপি।
গত বছরের ২১ অক্টোবর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এ বছরের ৮ মে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।
সে সময় স্নিগ্ধ জানিয়েছিলেন, উচ্চশিক্ষার চাপের কারণেই তিনি এই পদে আর থাকছেন না।
মন্তব্য