ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর সীমান্তে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
সর্বমোট পঠিত :
39 বার
ভারত সীমান্তঘেষা ঝিনাইগাতী গুমড়া এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মাজাহারুলের বাড়ি থেকে আমদানিনিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তল্লাশিতে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য