একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের প্রধান উপদেষ্টার ঘোষনাকে স্বাগত জানাই- ডাঃ প্রিয়াঙ্কা  

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসময় একইদিন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষনাকে স্বাগত জানিয়ে তিনি সাংবাদিকদের তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নানা অজুহাতে কিছু দল নির্বাচন পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করে আসছে। কিন্তু দেশের মানুষ চায় নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টা ও দেশনায়ক তারেক রহমানের বৈঠকের পরেই বুঝতে পেরেছি যে ২৬ সালের ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে। কাজেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। 

শেরপুর সদর আসনের এমপি প্রার্থী বিএনপির সর্বকনিষ্ঠ মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা গতকাল রাতে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন। 

এসময় একইদিন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষনাকে স্বাগত জানিয়ে তিনি সাংবাদিকদের তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নানা অজুহাতে কিছু দল নির্বাচন পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করে আসছে। কিন্তু দেশের মানুষ চায় নির্বাচন। আমরা প্রধান উপদেষ্টা ও দেশনায়ক তারেক রহমানের বৈঠকের পরেই বুঝতে পেরেছি যে ২৬ সালের ফেব্রুয়ারীতেই নির্বাচন হবে। কাজেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা। 

পথসভায় শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্মআহ্বায়ক ম শফিউল আলম চান, রফিকুল আলম শিপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি