সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন পে স্কেল বাস্তবায়নে পে কমিশনের আলাদা কমিশন কাজ করছে। রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপর তা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।’
নতুন পে স্কেল বাস্তবায়নে কাজ করছে কমিশন: অর্থ উপদেষ্টা
নতুন পে স্কেল বাস্তবায়নে পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নতুন পে স্কেল বাস্তবায়নে পে কমিশনের আলাদা কমিশন কাজ করছে। রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপর তা বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।’
সংশোধিত বাজেটের আকার কমানো হবে। তবে টাকার অঙ্কে খুব একটা হেরফের করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘বাজেট যখন দেওয়া হয়েছিল তখনকার বাস্তবতা অনুযায়ী সে বাজেট ঠিকই ছিলো। কিন্তু বাজেট বাস্তবায়ন করতে গিয়ে অনেক রকম ইস্যু চলে এসেছে। তাই বাজেট কিছুটা কমানো হবে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘রমজান মাসের আগে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এছাড়া বন্দরে পড়ে থাকা আমদানি করা পুরোনো গাড়ি স্ক্র্যাপ করে বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’
মন্তব্য