এসময় আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে বিগত ৩ নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নয়: আইজিপি
বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বাপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ শনিবার খুলনায় পুলিশ সদস্যদের ট্রেনিং উদ্বোধন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম শেষে খুলনা পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এসময় আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে বিগত ৩ নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
পুলিশের মহাপরিদর্শক আর বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ তার সর্বোচ্চ কাজ করছে। যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত ও দমন করতে চায়। আগের মতো ক্রসফায়ার মাধ্যমে পুলিশ কাউকে দমন করতে চায় না।’
৫ আগস্টের পর পুলিমের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তার অগ্রগতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব মামলা দ্রুত চার্জশিট ও পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মামলায় যে সকল নির্দোষ মানুষকে জড়ানো হয়েছে তাদের বাদ দিয়ে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ।’
মন্তব্য