বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নয়: আইজিপি

সর্বমোট পঠিত : 19 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসময় আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে বিগত ৩ নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বাপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ শনিবার খুলনায় পুলিশ সদস্যদের ট্রেনিং উদ্বোধন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম শেষে খুলনা পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। 

এসময় আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা যাতে বিগত ৩ নির্বাচনের মতো কোনো বিতর্কে না জড়ায়, সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

পুলিশের মহাপরিদর্শক আর বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ তার সর্বোচ্চ কাজ করছে। যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছেন জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত ও দমন করতে চায়। আগের মতো ক্রসফায়ার মাধ্যমে পুলিশ কাউকে দমন করতে চায় না।’ 

৫ আগস্টের পর পুলিমের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে তার অগ্রগতি সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এসব মামলা দ্রুত চার্জশিট ও পলাতকদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি বিভিন্ন মামলায় যে সকল নির্দোষ মানুষকে জড়ানো হয়েছে তাদের বাদ দিয়ে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি