প্রার্থী তালিকায় কেন নেই বিএনপির হেভিওয়েট নেতারা 

সর্বমোট পঠিত : 728 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ঘোষিত তালিকায়ও কিন্তু পরিবর্তন হতে পারে, বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যেসব শরিক দলগুলো আছে, তাদের সাথে আলাপ করে পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবে, সে হিসেবে পরিবর্তন হতে পারে। 

বিএনপি ঘোষিত ২৩৭ জনের তালিকায় নাম নেই স্থায়ী কমিটির সদস্যসহ বেশকিছু হেভিওয়েট প্রার্থীর। তাদের মধ্যে আছেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুন নবী খান সোহেল, রুমিন ফারহানাসহ আরো বেশ কয়েকজন। প্রার্থী ঘোষণার বাকি ৬৩ আসনে হেভিওয়েট কয়েকজন নেতার নাম থাকতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে বিএনপি। এ তালিকায় নেই আলোচিত বেশ কয়েকজন নেতার নাম। যদিও, ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব জানিয়েছেন, এটি প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো সময় সংশোধনী আসতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ঘোষিত তালিকায়ও কিন্তু পরিবর্তন হতে পারে, বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যেসব শরিক দলগুলো আছে, তাদের সাথে আলাপ করে পরিবর্তনগুলো আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবে, সে হিসেবে পরিবর্তন হতে পারে। 

প্রার্থী তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমানের নাম। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরও তালিকার বাইরে।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, আমিনুর রশীদ ইয়াসিনও বাদ পড়েছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। তবে মনোনয়ন তালিকায় এবার নেই তিনি। ঢাকা-১০ আসন থেকে বিগত সময়ে ভোট করেছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। সেখানে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তারাও থাকছেন না এবার।

বাদ পড়েছেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। ঢাকার যুবদল নেতা এস এম জাহাঙ্গীরও নেই ২৩৭ জনের মধ্যে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা তরুণ নেতা, যুবদলের রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন।

এছাড়া, প্রার্থী হতে চাওয়া স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক এমপি রুমানা মাহমুদও তালিকার বাইরে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি