জাতীয় ঈদগাহ প্রস্তুত, ঈদের প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায়

সর্বমোট পঠিত : 55 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শাহজাহান মিয়া জানান, ১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ হবে।দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ‘কোরবানির দিন বিকেল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে। আমাদের প্রতিশ্রুতি ১২ ঘণ্টার মধ্যে আমরা এ ময়লা পরিষ্কার করব। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে, এই উৎসব তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে এবং কোথাও কোনো ময়লা জমে না থাকে, জনগণ যাতে অভিযোগ দিতে পারে এজন্য আমাদের হটলাইন সব সময় খোলা থাকবে।’

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে শনিবার সকাল সাড়ে ৭টায়। আর আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররমে সকাল ৮টায় হবে ঈদের প্রধান জামাত। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া।

প্রশাসক জানান, ১২ ঘণ্টার মধ্যে অপসারণ হবে কোরবানির পশুর বর্জ্য। কাজ করবে ১০ হাজারের বেশি কর্মী।

ঈদের বাকি আর একদিন। ঈদের জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে চলছে প্রস্তুতি।

বৃহস্পতিবার সকালে ঈদগাহ ময়দানে ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। তিনি জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে এক সাথে নামাজ পড়তে পারবেন ৩৫ হাজার মুসুল্লি।

মো. শাহজাহান মিয়া বলেন, ‘ঈদের জামাত আমাদের সকাল সাড়ে ৭টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমন খারাপ হয় যে এখানে নামাজ আদায় করা যাচ্ছে না, সেক্ষেত্রে বিকল্প হিসেবে বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।’

শাহজাহান মিয়া জানান, ১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ হবে।দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ‘কোরবানির দিন বিকেল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শুরু হবে। আমাদের প্রতিশ্রুতি ১২ ঘণ্টার মধ্যে আমরা এ ময়লা পরিষ্কার করব। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে, এই উৎসব তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে এবং কোথাও কোনো ময়লা জমে না থাকে, জনগণ যাতে অভিযোগ দিতে পারে এজন্য আমাদের হটলাইন সব সময় খোলা থাকবে।’

১৮ দিন বন্ধ থাকলেও ভোগান্তির কথা বিবেচনায় রেখে বর্জ্য অপসারণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি