জাকী তাজওয়ার সমুদ্র জানান, বগুড়া জেলার শিক্ষার্থীরা সবসময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে এবং আগামীতেও এটি মেধা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাবিতে বগুড়া মহানগরের শিক্ষার্থীদের নতুন সংগঠনে সভাপতি সামির ও সম্পাদক সমুদ্র





ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া মহানগর অঞ্চলের শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে একটি নতুন ছাত্রসংগঠন। সম্প্রতি ঘোষিত কমিটিতে মো. সামির সাদিককে সভাপতি এবং জাকী তাজওয়ার সমুদ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
প্রতিবছর বগুড়া সদর ও মহানগর এলাকা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও এতদিন পর্যন্ত তাঁদের জন্য কোনো সংগঠিত প্ল্যাটফর্ম ছিল না। নতুন এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং, দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা বা লেজুড়বৃত্তি এই সংগঠনের উদ্দেশ্য নয়।
জাকী তাজওয়ার সমুদ্র জানান, বগুড়া জেলার শিক্ষার্থীরা সবসময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি হবে এবং আগামীতেও এটি মেধা ও নেতৃত্ব বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য