হামলার সাথে বিএনপি জড়িত নয়, বিএনপির নাম জড়িয়ে নাটক সাজানো হচ্ছে

সর্বমোট পঠিত : 21 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নি:শর্ত ক্ষমা না চাইলে হিরো আলমের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা- সংবাদ সম্মলনে বগুড়া জেলা বিএনপি। আদালতে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয় দাবি করে অযথা বিএনপিকে দোষারোপ করে সংগঠনের মানহানি ঘটানোর কারণে ২৪ ঘন্টার মধ্যে হিরো আলম নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বগুড়া জেলা বিএনপি।


নি:শর্ত ক্ষমা না চাইলে হিরো আলমের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা- সংবাদ সম্মলনে বগুড়া জেলা বিএনপি। আদালতে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয় দাবি করে অযথা বিএনপিকে দোষারোপ করে সংগঠনের মানহানি ঘটানোর কারণে ২৪ ঘন্টার মধ্যে হিরো আলম নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বগুড়া জেলা বিএনপি।

রবিবার বিকাল ৫টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সাথে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটিরও তারা তীব্র প্রতিবাদ জানান। বিএনপির কোনো নেতা-কর্মীরা এর সাথে জড়িত নন যা ইতিমধ্যেই তারা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়েছেন। তারপরেও যদি হিরো আলম বিএনপিকে দোষারোপ করেন তাহলে তার প্রমাণ তাকেই করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নিবেনা। কিন্তু আজ বগুড়ার আদালতে হিরো আলমের উপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে সে যেভাবে সরাসরি বিএনপিকে দোষারোপ করছে তা হিরো আলমের ভিউ বাণিজ্য কিংবা নতুন কোন কন্টেন্ট এর আশাতেই করেছে। যেহেতু সে ফ্যাসিবাদ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন এখানে বিএনপির হামলা করার প্রশ্নই আসে না, হামলা করলে ফ্যাসিবাদ সরকারের দোসররায় করেছে।

এজন্যে জেলা বিএনপির সভাপতি বাদশা বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন এবং তাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছে। সে যদি প্রমাণ করতে পারে এ ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত তাহলে তারা হিরো আলমের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথাও বলেন ।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি যথাক্রমে হামিদুল হক চৌধুরী হিরু ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এই হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। তবে হামলার ভিডিও ফুটেজে বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোন পদধারী নেতাকর্মীকে চোখে পড়েনি তবে হামলায় জড়িত ছিল কয়েকজন আইনজীবী সহকারী যাদের গলায় পরিচয়পত্র ঝোলানো কার্ডও ছিলো তবে তাদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হামলায় আহত হয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি