এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা থানার পরিবেশ ফিরিয়ে আনছি। পুলিশের কাজের গতি ফিরে আসছে। আশাকরি পুলিশের কাজ স্বাভাবিক হয়ে আসবে দ্রুতই।
দ্রুত পরিবর্তন ও স্বাভাবিক হয়ে আসছে শেরপুর সদর থানা
সর্বমোট পঠিত :
100 বার
বৈষম্য বিরোধী ছাত্র জনতার স্বেরাচারী শেখ হাসিনা পতনের আন্দোলনের সময় দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত শেরপুর সদর থানার অবকাঠামোর পরিবর্তনসহ স্বাভাবিক হয়ে আসছে পুলিশের কার্যক্রম।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হককে পরিবর্তন করে এখানে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে মো: জাহাঙ্গীর আলমকে। তিনি যোগদান করেই ক্ষতিগ্রস্ত থানা ভবনের উন্নয়ন করে তা ইতিমধ্যেই ব্যবহার উপযোগী করে তুলেছেন। থানার সকল পুলিশ সদস্যদের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে উদ্বোদ্ধ করছেন। ইতিমধ্যে থানার স্বাভাবিক অবস্থার অনেকটাই ফিরে এসেছে।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা থানার পরিবেশ ফিরিয়ে আনছি। পুলিশের কাজের গতি ফিরে আসছে। আশাকরি পুলিশের কাজ স্বাভাবিক হয়ে আসবে দ্রুতই।
মন্তব্য