ঝিনাইগাতীতে মাদকসহ তিন মাদক কারবারি আটক

সর্বমোট পঠিত : 18 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামি হস্তান্তর করা হয়েছে।


শেরপুরের ঝিনাইগাতীতে ৩৭ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৪। ২ সেপ্টেম্বর মধ্যরাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ ৩ সেপ্টেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার ডাকাবড় গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ ফারুক আহম্মেদ (৩২), নয়াগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ সাকিল মিয়া (২৮), ও ঝিনাইগাতীর আঃ মজিদের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (২৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর মধ্য রাতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক আহম্মেদ, মোঃ সাকিল মিয়া ও মোঃ শাহিনুর ইসলামকে
৩৭ বোতল বিদেশী মদসহ আটক করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন ব্র‍্যান্ডের ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি