বগুড়া দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় দিনমজুর নিহত

সর্বমোট পঠিত : 43 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় আক্কাছ আলী (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার প্রামাণিক (৫৫) নামে আরেকজন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে।

নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন। সে সময় মাটির দেয়াল ভেঙে পড়লে আক্কাছ আলী ও আনোয়ার হোসেন চাপা পড়েন। পরে চাচাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি