সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৪ ভাইস চেয়ারম্যান ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সর্বমোট পঠিত : 14 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলায় ৮ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৫ এপ্রিল বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করা হয়। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন ৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ও আলহাজ মোঃ তালেব উদ্দিন।


​​​​​​​

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন হোসাইন শিবলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: জেলী আক্তার ও উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক মোছাঃ মাহমুদা খাতুন শিখা। মনোনয়ন বাছাই ১৭ এপ্রিল। রিটানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহণ হবে ৮ মে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলায় ৮ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি