স্বাধীনতা দিবসে দর্শনার্থীদের পদচারণায় মূখরিত কোস্টগার্ড জাহাজ 'মুনসুর আলী'

সর্বমোট পঠিত : 90 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা জানান, বিসিজিএস মুনসুর আলী কোস্টগার্ড বাহিনীর একটি অফশোর পেট্রোল ভেসেল। এটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। ইতালী থেকে বাংলাদেশ কোস্টগার্ডের যে চারটি জাহাজ সংগ্রহ করা হয় তারমধ্যে 'বিসিজিএস মুনসুর আলী' অন্যতম। জাহাজটি ২০২০ সালের ১৫ নভেম্বর কোস্টগার্ডে কমিশন লাভ করে। জাহাজটির ওজন ১২৮৫ টন। দৈর্ঘ্য ৮৭ মিটার, প্রস্থ ১০.৫ মিটার, গভীরতা ১৮ ফুট, এটি ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় কোস্টগার্ড জাহাজ 'বিসিজিএস মুনসুর আলী'। ২৬ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। বিকাল হওয়ার সাথে সাথে মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তারা জানান, বিসিজিএস মুনসুর আলী কোস্টগার্ড বাহিনীর একটি অফশোর পেট্রোল ভেসেল। এটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। ইতালী থেকে বাংলাদেশ কোস্টগার্ডের যে চারটি জাহাজ সংগ্রহ করা হয় তারমধ্যে 'বিসিজিএস মুনসুর আলী' অন্যতম। জাহাজটি ২০২০ সালের ১৫ নভেম্বর কোস্টগার্ডে কমিশন লাভ করে। জাহাজটির ওজন ১২৮৫ টন। দৈর্ঘ্য ৮৭ মিটার, প্রস্থ ১০.৫ মিটার, গভীরতা ১৮ ফুট, এটি ঘন্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি