কোস্টগার্ডের অভিযানে ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ

সর্বমোট পঠিত : 84 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দেশের সীমান্ত এলাকা থেকে পাচার করে আনা ১১০ ভারতীয় বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কেউ আটক হয়নি। ২৬ মার্চ মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।

দেশের সীমান্ত এলাকা থেকে পাচার করে আনা  ১১০ ভারতীয় বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এঘটনায় কেউ আটক হয়নি। ২৬ মার্চ মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি অপারেশন দল শ্যামনগর থানার কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মাউনদা নদীর পূর্ব তীরে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের অপারেশন দল তাদের দাঁড়ানোর সংকেত দেয়। এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে সন্দেহজনক ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।

জব্দ করা বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি