শেরপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

সর্বমোট পঠিত : 70 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

২৮ এপ্রিল, রবিবার দুপুরে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন শেরপুর-১ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এক । র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।


'স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল, রবিবার দুপুরে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন শেরপুর-১ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এক । র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।


​​​​​​​

র‌্যালি শেষে আয়োজনিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।


​​​​​​​

শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাখওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সুরুজ্জামান, শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু: মতিউর রহমান সরকার, জুনিয়র ইন্সস্ট্রাক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হোসেন, উপাধ্যক্ষ তাছলিমা আক্তার, নালিতাবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিনিধি, এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজির বিভাগীয় প্রধান, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি