বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড 

সর্বমোট পঠিত : 42 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে বলেন, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফবি হানিফ মুন্সি নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা হয়। পরে ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন এসব জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সাহায্য চান। সমুদ্রে ভাসতে থাকা মাসুম মৌলভির মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন।


মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ২৩ মার্চ শনিবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন ২৩ মার্চ শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন।

উদ্ধার জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তারা হলেন মাসুম মৌলভি, আব্দুর রহিম, নিজাম উদ্দিন, হানিফা, আমির, মেহেদি, মোশারফ।

লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে বলেন, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফবি হানিফ মুন্সি নামক একটি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে রওনা হয়। পরে ১৯ মার্চ তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন এসব জেলেরা। এরপর ওই বোটের মাঝি মাসুম মৌলভি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সাহায্য চান। সমুদ্রে ভাসতে থাকা মাসুম মৌলভির মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা এবং কচিখালী স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি