শেরপুরে এবার নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে গণসংযোগ করলেন সাবেক এমপি শ্যামলী

সর্বমোট পঠিত : 155 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর পৌর শহর জুড়ে নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১৬ জুন শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে যুব মহিলা লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে শেরপুর শহর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন তিনি।


শেরপুর পৌর শহর জুড়ে নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১৬ জুন শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে যুব মহিলা লীগ নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে শেরপুর শহর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন তিনি।

ওইসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহিদ রহমান জুলি, লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

ওইসময় সাবেক এমপি শ্যামলী রাস্তার পাশে দাড়িয়ে থাকে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।
এ ব্যাপারে সাবেক এমপি শ্যামলী বলেন, মানুষের পাশে দাড়ানো আমাদের পারিবারিক ঐতিহ্য। আমার বাবা মরহুম সেলিম রেজা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও বাবার মতোই সাধারণ মানুষের পাশে থাকতে চায়। এবার আমি সদর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি সব সময় নৌকার পক্ষে কাজ করেছে। এ অঞ্চলের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি সব সময় এ অঞ্চলের মানুষের খোজ খবর রাখি। আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পিছিয়ে পড়া শেরপুরকে একটি আধুনিক শেরপুর হিসেবে গড়ে তুলবো।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি