৩১ মে থেকে মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা, সাপ্তাহিক বন্ধ শুক্রবার 

ছবি: ফেসবুক থেকে নেওয়া
সর্বমোট পঠিত : 157 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এম এ এন সিদ্দিক বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে ফের ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।


আগামী ৩১ মে থেকে টানা ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। আর এখন থেকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন সিদ্দিক।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার হবে।

এম এ এন সিদ্দিক বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে ফের ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।

গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি