বৃহস্পতিবার সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

সর্বমোট পঠিত : 35 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অন্যদিকে সাংবাদিকদের শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছোট ছোট শিক্ষার্থীদেরকেও আন্দোলনে নামানোর ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।


অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবারে (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য সকল এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি)।

মঙ্গলবার (১৬ জুলাই) মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবারের সকল শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া সকল বোর্ডের পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এছাড়া ২১ জুলাই থেকে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে সাংবাদিকদের শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছোট ছোট শিক্ষার্থীদেরকেও আন্দোলনে নামানোর ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি