ওমর ফারুক বলেন, আমরা সবুজ আন্দোলনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আগামীতে পাখির অভয়ারণ্য গড়ে তুলতে নদী ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে জোর দিব। পরিবেশ-বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
সীতাকুণ্ডে সবুজ আন্দোলনের বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধের পাশাপাশি পশু ও পাখি সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। গতকাল ১২ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সবুজ আন্দোলন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা শাখার উদ্যোগে সীতাকুণ্ড ইকো পার্কে "পাখি সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির" আয়োজন করে।
সবুজ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব স্থপতি শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুন নাহার নিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লায়ন গিয়াস উদ্দিন, লায়ন ইউসুফ শাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সুলতান ইলিয়াস সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক সময় আমরা দেখতাম সবুজ সমারহ। কিন্তু জাহাজ শিল্পের সম্প্রসারণ ও অবৈধ স্থাপনার ফলে সবুজায়ন বিনষ্ট হচ্ছে ফলশ্রুতিতে পাখির অভয়ারণ্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে মানবিক ও সচেতন হতে হবে। কারণ জীববৈচিত্র্য রক্ষা করতে না পারলে মানুষ ও বাঁচবে না।
ওমর ফারুক বলেন, আমরা সবুজ আন্দোলনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আগামীতে পাখির অভয়ারণ্য গড়ে তুলতে নদী ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে জোর দিব। পরিবেশ-বিনষ্টকারী ব্যক্তিদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য পাবেল আহমেদ, নয়ন উদ্দিন, জেরিন সুলতানাসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বেশকিছু গাছের চারা ইকোপার্কের মধ্যে রোপন করা হয়।
মন্তব্য