শেরপুরের ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৩ ইং (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) শনিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা





শেরপুরের ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৩ ইং (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) শনিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
সভায় সভাপতিত্ব করেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খান মুক্কু। এতে সমিতির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পেশ ও অনুমোদন, ১ জুলাই ২০২১ হইতে ৩০ জুন ২০২২ হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন, প্রশ্ন-উত্তর ও বিবিধ আলোচনা শেষে সভা সমাপ্ত করা হয়।
বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। সভা শেষে সমিতির সদস্যদের মাঝে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
মন্তব্য