উপজেলা বাসীদের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা দিতে পৌর শহরের হাসপাতাল মোড়ে এটির উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব আঃ জলিল কাসেমী।
নকলায় তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

সর্বমোট পঠিত :
110 বার




শেরপুরের নকলায় তাকওয়া ডায়াগনস্টিক সেন্টার ৬ মার্চ সোমবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা বাসীদের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা দিতে পৌর শহরের হাসপাতাল মোড়ে এটির উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব আঃ জলিল কাসেমী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম মোস্তফা, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ উদ্দিন, পরিচালক জাহাঙ্গীর আলম এবং সাইফুল ইসলামসহ বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম ও শিক্ষকসহ স্থানীয় চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য