ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

সর্বমোট পঠিত : 86 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধানসহ ১০ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর চর পিয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ ডাকাতকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা।


ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জলদস্যু সিদ্দিক বাহিনীর প্রধানসহ ১০ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর চর পিয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ ডাকাতকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা।

আটক জলদস্যুরা হলেন- বাহিনী প্রধান সিদ্দিকুর রহমান মোড়ল (৫৫), আবুল হোসেন (৪৫), মো. আঃ মান্নান (৪২), আবুল হোসেন সরদার (৫০), গোলাম বারী গাজী (৪৪), মো. সবুজ হোসেন (৩০), কেরামত কারিকর (৫৫), মো. নুরুল ইসলাম খোকন (৪৫), মো. আব্দুল মালেক (৫০) ও মো. আইয়ুব আলী মোল্লা (৬৪)। এরা সবাই খুলনা ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল, বিএন জানান, বাহিনী প্রধান সিদ্দিকুর রহমান মোড়লের বিরুদ্ধে নেছারাবাদ থানায় একাধিক মামলা রয়েছে এবং চোরাকারবারি ও মাদক পাচারের সাথে সরাসরি জড়িত।

কোস্টগার্ডের অভিযান চলাকালীন সময় ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত এফ বি শিবসা নামের একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয় এবং কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে আগেই ট্রলার থেকে একাধিক আগেয়াস্ত্র নদীতে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা।

জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি