শনিবার (২০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত শুক্রবার ( ১৯ আগস্ট) ২ রাত সোয়া ৯ টায় ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট হতে 'এম ভি আল-ওয়ালিদ ৯' নামক লঞ্চ প্রায় ৬০-৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে আনুমানিক রাত সোয়া ১২টায় কালিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে অবস্থিত পন্টুনের পাশে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারনে লঞ্চটি পন্তুনের পাশে অবস্থিত ব্লকের উপর উঠে যায়। বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীগঞ্জ অবগত হলে, দ্রুততার সহিত লঞ্চে অবস্থানরত যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে।
ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ: ৭০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড





বরিশালের কালীগঞ্জে ঝড়ের কবলে পড়া 'এম ভি আল ওয়ালিদ-৯ নামের লঞ্চের যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
শনিবার (২০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গত শুক্রবার ( ১৯ আগস্ট) ২ রাত সোয়া ৯ টায় ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট হতে 'এম ভি আল-ওয়ালিদ ৯' নামক লঞ্চ প্রায় ৬০-৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে আনুমানিক রাত সোয়া ১২টায় কালিগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে অবস্থিত পন্টুনের পাশে যাওয়ার সময় বৈরি আবহাওয়ার কারনে লঞ্চটি পন্তুনের পাশে অবস্থিত ব্লকের উপর উঠে যায়। বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান কালীগঞ্জ অবগত হলে, দ্রুততার সহিত লঞ্চে অবস্থানরত যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্ট গার্ড কর্তৃক প্রায় ৬০-৭০ জন যাত্রীকে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করা হয়।
মন্তব্য