রামেকে একদিনে আরও ১৭ মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)
সর্বমোট পঠিত : 65 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার দুজন এবং বগুড়ার একজন রয়েছেন। এদের মধ্যে নয়জন পুরুষ এবং আটজন নারী।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন আর উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।
উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে দুজনের করোনা নেগেটিভ আসার পর বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার দুজন এবং বগুড়ার একজন রয়েছেন। এদের মধ্যে নয়জন পুরুষ এবং আটজন নারী।
এদিকে, রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে ৯৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪১ ভাগ।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে রয়েছেন একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৫ জন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি