চাঁদাবাজির ও মাদক ব্যবসার অভিযোগ

বগুড়ায় ‘ভুয়া সাংবাদিক’ গ্রেফতার করলো র‌্যাব

বগুড়ায় ‘ভুয়া সাংবাদিক’ গ্রেফতার করলো র‌্যাব
সর্বমোট পঠিত : 79 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

র‌্যাবের কাছে অভিযোগ আসে বগুড়া কলোনি এলাকায় বিভিন্ন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে একজন সাংবাদিক চাঁদাবাজি করছে। পরে বগুড়ার সাংবাদিকদের কাছে জানাযায় অভিযুক্ত ব্যক্তিটি সাংবাদিক নন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে লুছেন্টকে (৩৬) আটক করা হয়।

 

র‌্যাবের হাতে চাঁদাবাজির অভিযোগে মনির উদ্দিন ওরফে লুছেন্ট (৩৬) নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার হয়েছে।   
বগুড়া জেলা সদরের সূত্রাপুর ব্রাক্ষসমাজ লেন এলাকার আব্দুল গফুরের ছেলে মনির উদ্দিন।  ‘মানব সময়’ নামের একটি পত্রিকার ভুয়া পরিচয় পত্র নিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল।   

২৮ জুলাই দুপুরে বগুড়ার স্পেশাল কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।   

র‌্যাব আরো জানায়, র‌্যাবের কাছে অভিযোগ আসে বগুড়া কলোনি এলাকায় বিভিন্ন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে একজন সাংবাদিক চাঁদাবাজি করছে। পরে বগুড়ার সাংবাদিকদের কাছে জানাযায় অভিযুক্ত ব্যক্তিটি সাংবাদিক নন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে মনির উদ্দিন ওরফে লুছেন্টকে (৩৬) আটক করা হয়।


এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, পত্রিকার ভুয়া আইডি কার্ড, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির উদ্দিন দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার আইডি কার্ড ধারণ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়ে সে মাদক ব্যবসাও করে আসছে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, ‘ধৃত মনির উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।’ তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা হবে বলে জানানো হয়েছে।  

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি