শেরপুরে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে: স্বামী আটক

শেরপুরে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে: স্বামী আটক
সর্বমোট পঠিত : 143 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময় ওই নারীকে অন্য কোথায় হত্যা করে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। ওই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে ওই নারীর স্বামী আজাহার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শেরপুরে ক্ষেত থেকে অজ্ঞাতনামা নারীর (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। বিকেলে শেরপুর সদর থানা থেকে তার পরিচয়ের বিষয়ে সাংবাদিকদের জানানো হয়। কিভাবে খুন হয়েছে তা এখনো জানাযায়নি। তবে স্বামী আজহার আলীকে আটক করে নকলা থানায় জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ময়নাতদন্তের সময় আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম নুরেজা বেগম। তিনি শেরপুরের নকলা উপজেলার কায়দা এলাকার আজাহার আলীর স্ত্রী এবং একই উপজেলার ইশিবপুর এলাকার নূর ইসলামের কন্যা।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের কৃষক ফরমান আলী তার ক্ষেতে ইরি-বোরো চারা রোপন করতে গিয়ে একটি রক্তমাখা বস্তা তার ক্ষেতের পাশে পরে থাকতে দেখে। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ বস্তা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময় ওই নারীকে অন্য কোথায় হত্যা করে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা। ওই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে ওই নারীর স্বামী আজাহার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি