রাজশাহী বিভাগে বেসরকারি গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সভাপতির সম্মাননা পেলেন বগুড়ার রেজাউল করিম

রাজশাহী বিভাগে বেসরকারি গণগ্রন্থাগারের শ্রেষ্ঠ সভাপতির সম্মাননা পেলেন বগুড়ার রেজাউল করিম
সর্বমোট পঠিত : 279 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্লেখ্য, রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ গ্রন্থাগারের সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পাওয়া রেজাউল করিম রেজা এর আগে বই পড়া এবং লেখালখিতে অবদান রাখায় কবি শামসুর রহমান সম্মাননা পদকে ভূষিত হয়েছিলেন এবং তার পরিচালিত সাকিব সমাজকল্যাণ পাঠাগার সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে টানা ৪র্থ বারের মতো বগুড়া জেলার শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের যৌথ আয়োজনে শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় গ্রন্থাগার ও সাহিত্য সন্মেলন ২০২১ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা হিসেবে বগুড়া এবং বই পড়া আন্দোলনকে বেগবান করায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেসরকারি গণগ্রন্থাগারের বিভাগে শ্রেষ্ঠ সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন বগুড়ার সাকিব সমাজকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর ট্রাস্টি এবং বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়ার কৃতি সন্তান রেজাউল করিমের হাতে সম্মাননাস্বরুপ ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার অধ্যক্ষ (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক লাবলু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মোখলেছুর রহমান, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) নওরেজ হাসান তালুকদার, পুলিশ সুপার (প্রশাসন ট্রেনিং) আনিছুর রহমান, পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, পুলিশ সুপার ড.মো আব্দুস সোবাহান ও রাজশাহী বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক মাসুদ রানা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়ার উপ-পরিচালক লেখক ও গবেষক মুহাম্মদ মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজমল হক খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার অতিরিক্ত পরিচালক আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ-মধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এবং বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ইমাম হোসাইন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ গ্রন্থাগারের সভাপতি ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পাওয়া রেজাউল করিম রেজা এর আগে বই পড়া এবং লেখালখিতে অবদান রাখায় কবি শামসুর রহমান সম্মাননা পদকে ভূষিত হয়েছিলেন এবং তার পরিচালিত সাকিব সমাজকল্যাণ পাঠাগার সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে টানা ৪র্থ বারের মতো বগুড়া জেলার শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে নির্বাচিত হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি