নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
জামায়াত–এনসিপিসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলের নির্বাচনী জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে এই জোটের শরিক দলগুলোর মধ্যে ৩০০ আসনের বণ্টন এবং কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল।
বিবৃতিতে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আন্দোলনরত ১১ দলের আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।’
একই আসন নিয়ে মুখোমুখি জামায়াত–ইসলামী আন্দোলনএকই আসন নিয়ে মুখোমুখি জামায়াত–ইসলামী আন্দোলন
বিবৃতিতে আরও জানানো হয়, আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত ও সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
সব ভোট ‘এক বক্সে’ আনতে এবার জামায়াতসহ ইসলামি দলগুলো একটি নির্বাচনী জোট গঠন করেছে। পরবর্তীতে এই জোটে যোগ দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), এলডিপি ও এবি পার্টি। জোট হলেও কোন দল কয়টি আসন পাবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
মন্তব্য