১৩ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ সদর আসনের এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শেরপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন
সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শেরপুরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ সদর আসনের এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
,চরশেরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ দলের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন।
সাংবাদিক ও সমাজ সেবক গিয়াস উদ্দিন রাসেলের সঞ্চালনায় শোকসভায় আরো উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম রফিকুল ইসলাম শিপন, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম গোল্ডেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ উজ্জ্বল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আওয়াল সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান, শরাফত আলী মেম্বার, মনি, ওয়ার্ড বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মমতাজ আলী, ওয়ার্ড বিএনপি, আব্দুল মালেক, ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, সামেদুল খান ও আয়নাল হকসহ আরো অনেকে।
মন্তব্য