সরিষাবাড়ীতে কিশোরীর আত্মহত্যা 

সরিষাবাড়ীতে কিশোরীর আত্মহত্যা 
সর্বমোট পঠিত : 48 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়না তদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। 

 জামালপুরের সরিষাবাড়ীতে শাসন করায় পরিবারের ওপর অভিমান করে রাশেদা খাতুন (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ভোর ৬টার দিকে উপজেলার পুঠিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার পুঠিয়ারপাড় মধ্যপাড়া গ্রামের আঃ হাকিম মেগুর ছোট কন্যা নিহত রাশেদা খাতুন দাসেরবাড়ী মহিলা দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। সে দুই সন্তানের জনকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত সোমবার পরিবারের সদস্যরা শাসন করায় অভিমান করে রাশেদা আত্মহণনের পথ বেছে নেয় বলে জানাগেছে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়না তদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি