শেরপুরের দুর্গম চরে অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট! ৫০ হাজার টাকা জরিমানা

সর্বমোট পঠিত : 47 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সত্যতা স্বীকার করে সদর উপজেলার ইএনও মাহবুবা হক জানিয়েছেন সামনে বালু দস্যুদের বিরুদ্ধে বড়সর অভিযান চালানো হবে।

শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধ ভাবে সরকারি বালু উত্তোলন ও  বিক্রির দায়ে এক জনকে ৫০ হাজার টাকা জরিমান অনাদায় চার মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সদর ইউএনও,  সদর থানার ওসি, ও সদর এসিল্যান্ড শেরপুর।

আজ ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যার আগে শেরপুর সদর ইএনও কতৃক পরিচালিত মোবাইল কোর্ট শেরপুর সদরের কলুরচর এলাকা জনৈক সাত্তারের ছেলে মোঃ সোহেল মিয়াকে (৩৫) এই শাস্তি দেয়।এসময় আদালত অবৈধ বালু তোলার কাজে নিয়োজিত  দুটি মাহেন্দ্র আটক করে।তবে বালু তোলার কাজে আরও কয়েকজন ছিল,প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালায়ে যায়। সুত্র জানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা মোতাবেক দোষী ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সত্যতা স্বীকার করে সদর উপজেলার ইএনও মাহবুবা হক জানিয়েছেন সামনে বালু দস্যুদের বিরুদ্ধে বড়সর অভিযান চালানো হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি